মুম্বই: জল না দিয়ে মহিলার মাথায় থুতু দিয়ে বিতর্কে জড়ালেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। মুজাফফরনগরে একটি ইভেন্ট চলাকালীন এক মহিলার মাথায় থুথু ফেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মনসুরপুর থানায় ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি তাঁর ওয়ার্কশপের সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চান জাভেব হাবিব। তাতেও রেহাই পাননি তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাগপতের তরুণী পূজা গুপ্তা জাভেদ হাবিবের ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। পূজা নিজেও একটি পার্লারের মালিক। সেখানে নানা পরামর্শ দেওয়ার মাঝে পূজাকে মঞ্চে ডেকে নেন হাবিব। তিনি জানান, চুলের যত্ন নেওয়ার একটি ‘ডেমো’ দেখাবেন। পূজা বেশ খুশি মনেই মঞ্চে উঠে হাবিবের কথা মতো চুল কাটার সিটে বসেন। তারপরই হাবিব তাঁর মাথায় থুথু ফেলে জলের অভাবে কীভাবে থুথু দিয়ে চুলের যত্ন নেওয়া যায় সেটা বোঝায়। আসলে, হাবিবের বক্তব্য, এই থুতুতে প্রাণ আছে। জলের অভাবে থুথু দিয়েই চুলের যত্ন করা যায়। আর তার জন্যই তিনি অন্যের চুলে থুতু ছিটিয়ে ডেমো দেখাতে চাইছিলেন। এই তিক্ত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পূজা জানিয়েছেন, তিনি রাস্তার ধারে সেলুনে গিয়ে চুল কাটবেন, তবু কোনওদিন হাবিবের কাছে যাবেন না।
যদিও বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বলেই ক্ষমা চেয়েছেন হাবিব। কিন্তু তাতেও রেহাই মেলেনি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই ঘটনার দ্রুত তদন্ত করে কড়া ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছে। এই আবেদনের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নেয় উত্তরপ্রদেশ পুলিশ।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial