বর্ধমান: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন পূর্ব বর্ধমানের দিগন্তিকা বোস। মেমারি পুর এলাকার বাসিন্দা দিগন্তিকার এই সাফল্যে খুশি জেলাবাসী। এর আগেও দিগন্তিকা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছিলেন।
দিগন্তিকার বাবা সুদীপ্ত বোস জানিয়েছেন, মালয়েশিয়ার উদ্ভাবন এবং সৃজনশীল সমিতি এ বছর প্রথম আন্তর্জাতিক স্তরের উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন করেছিল। ২০ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয় ২১ নভেম্বর। দিগন্তিকা সহ বিশ্বের ১৭টি দেশের পাঁচশোর বেশী প্রতিযোগী ভার্চুয়াল মাধ্যমে উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নেন। পরিবেশ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও পদার্থ বিজ্ঞান প্রভৃতি বিষয়ের ওপর হয় উদ্ভাবন প্রতিযোগিতা। সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি, বিশ্ববিদ্যালয় এই তিনটি বিভাগে প্রতিযোগিতা।