কলকাতা: নমুনা পরীক্ষা কমায় রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ হাজার ৬০৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। বুধবার সেই সংখ্যা ছিল ৪ হাজার ৯৬৯। তবে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৩৪। সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ২১৬ জন। সুস্থতার হার ৯৬.১৬ শতাংশ। পজিটিভিটি রেট ৯.০২ শতাংশ। গতকাল তা ছিল ৭.৩২ শতাংশ। ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৯টি। বুধবার ৬৭ হাজার ৮৬২টি নমুনা পরীক্ষা হয়েছিল। অর্থাৎ গতকালের তুলনায় এদিন প্রায় ২৮ হাজার নমুনা কম পরীক্ষা হয়েছে।
আরও পড়ুনঃ আরটি-পিসিআর টেস্টের খরচ কমাল রাজ্য সরকার