ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। উত্তরপ্রদেশে বিজেপি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ব্যাপক প্রচার। আর এই প্রচার করতে গিয়ে বড়োসড়ো অস্বস্তির মুখে পড়তে হলো স্থানীয় বিজেপি বিধায়ককে। জানা গিয়েছে, মুজফ্ফরনগরের খাটাউলিতে ভোট চাইতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। কিন্তু ভোটাররা তাঁকে রীতিমত তাড়িয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছেন। এমনকি দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে বারবার তিনি বিরূপ মন্তব্য করেছেন। মনে করা হচ্ছে, তাঁর নিজের কেন্দ্রে ভোটারদের মনেও কিন্তু ক্ষোভ জন্মেছে এই নিয়ে। আর তার জন্যই ভোট চাইতে গিয়ে গলা ধাক্কা খেলেন বিজেপি বিধায়ক। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনা যে গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তির মুখে ফেলবে, তা বলাইবাহুল্য।
জয়পুরে পশ্চিমবঙ্গ নিয়ে বিস্ফোরক বয়ান নাড্ডার
নয়াদিল্লি: জয়পুরে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। সূত্রের খবর, বলেন, ‘বাংলার...
Read more