কলকাতা: যতই আবেদন নিবেদন হোক বা আন্দোলনের ডাক দেওয়া হোক রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্ত নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ওপর। তিনি এই বিষযে যথেষ্ট ওয়াকিবহাল এবং তিনি নিয়মিত বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন। তিনিও স্কুল খুলতে আগ্রহী কিন্তু যতক্ষণ না তিনি সমস্ত দিক পর্যালোচনা করে নিশ্চিন্ত হবেন ততক্ষণ স্কুল খোলার সবুজ সংকেত দিতে চাইছেন না। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও বিশেষজ্ঞ কমিটির মতামত নিযে খুব শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার পাড়ায শিক্ষালয কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এই আশ্বাসবাণী শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, স্কুল খোলা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার স্কুল খোলার ব্যাপারে আগ্রহী। প্রতি মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি নিযে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলছেন। স্কুল খুলে যাতে আবার বন্ধ করতে না হয় বা সংক্রমণ বৃদ্ধি না হয়, তা আগে দেখা দরকার। সেই কারণেই সমস্ত পরিস্থিতি পর্যালোচনা মুখ্যমন্ত্রী নিজেই করছেন। আমরা পুরো স্কুল ধাপে ধাপে খুলতে চাইছি।