রায়গঞ্জ: ফের করোনা আক্রান্তের মৃত্যু হল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার কোভিড ওয়ার্ডে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। নাম উমা পাল। বাড়ি রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ পালপাড়া এলাকায়।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৭ জানুয়ারি রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হন উমা। তাঁর লালার নমুনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর কোভিড সিসিইউ ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উমার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ংকর রায়।