কলকাতা: দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে করোনা সংক্রমণের পজিটিভিটি রেটও কমছে। তবে এখনও উদ্বেগে রেখেছে মৃত্যুহার। বিশেষ করে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের তরফে করোনা (CORONA) বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় রাজ্যে ৩,৮০৫ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। তবে এর পাশাপাশি এইসময়ে ১৩,৭৬৭ জন সুস্থ হয়েছেন। পজিটিভিটি রেট নেমে এসেছে ৬.১৫ শতাংশে।
২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণের তালিকায় কলকাতা শীর্ষে থাকলেও মৃত্যু তালিকায় এগিয়ে উত্তর ২৪ পরগনা। কলকাতায় ৮ জন ও উত্তর ২৪ পরগনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে মারা গিয়েছেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। এছাড়া ১ জন করে মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রামিত হয়েছেন ৪৮১ জন। উত্তর ২৪ পরগনায় ৪৩৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় ২৭৪ জন সংক্রামিত হয়েছেন। বীরভূম জেলায় সংক্রামিত হয়েছেন ২১০ জন।
আরও পড়ুন : এবার দুয়ারে মিলবে করোনা ভ্যাকসিন