রায়গঞ্জ: আতঙ্কের মাঝে কিছুটা হলেও স্বস্তি। কোভিড গ্রাফ নিম্নমুখী রায়গঞ্জে। বৃহস্পতিবার নতুন করে ৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বুধবাই এই সংখ্যা ছিল ১৪। মৃত্যুর কোনও খবর নেই।
১৮ জানুয়ারি আক্রান্ত হয়েছিল ৪০জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। গত ১৭ জানুয়ারি শহরের ১, ১৭ ও ২২ নম্বর ওয়ার্ডে ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয় একজনের। সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে রায়গঞ্জে। যদিও সচেতনতা অবলম্বনের কথা বলা হয়েছে পুরসভার তরফে। অর্থাৎ, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : মেখলিগঞ্জে একগুচ্ছ কাজের সূচনা করলেন মন্ত্রী