নয়াদিল্লি: শুক্রবার পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Delhi Mundka Fire | Morning visuals from the spot where a massive fire broke out in a building yesterday, May 13
"27 people died and 12 got injured in the fire incident," said DCP Sameer Sharma, Outer District pic.twitter.com/wRErlnj3h0
— ANI (@ANI) May 14, 2022
The search operation is going on continuously. We have found small parts of bodies on the second floor. I think the search operation would complete in 3-4 hours: Vikash Saini, Assistant Commandant, NDRF at the site of Mundka fire incident pic.twitter.com/sEUUFQf3KY
— ANI (@ANI) May 14, 2022
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
Extremely saddened by the loss of lives due to a tragic fire in Delhi. My thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022
টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও
Distressed by the tragic fire accident at a building near Mundka Metro Station in Delhi. My condolences to the bereaved families. I wish for speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) May 13, 2022
টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Shocked and pained to know abt this tragic incident. I am constantly in touch wid officers. Our brave firemen are trying their best to control the fire and save lives. God bless all. https://t.co/qmL43Qbd88
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 13, 2022
গতকাল ওই এলাকায় বহুতলে আগুন লাগে। বাড়িটিতে একাধিক অফিস ভাড়া ছিল। ফলে জনসমাগম ভালোই ছিল সেখানে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন কেউ কেউ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহুতলে একটি কারখানা ছিল। যেখানে সিসিটিভি ও রাউটার তৈরি করা হত। বাড়িটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই কারখানার মালিক হরিশ গোয়েল এবং বরুণ গোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্ডিংয়ের মালিক মণীশ লাকড়া পলাতক। ঘটনার তদন্ত চলছে।