গাজোল: পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং আদিবাসী দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল ২৭ তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হল মালদা জোনের প্রতিযোগিতা। উত্তর দিনাজপুরের নাট্যদল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। এই প্রতিযোগিতা থেকে শ্রেষ্ঠ দল অংশ নেবে রাজ্যস্তরের প্রতিযোগিতায়। এদিন গাজোল অন্নদাশংকর সদনে অতিথি বরণ, প্রদীপ প্রজ্জ্বলন এবং বীর শহিদ সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে। এরপর শুরু হয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, সহ-সভাপতি জয়ন্ত ঘোষ, যুগ্ম বিডিও দেবব্রত ঘোষ, জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু ও সাগরিকা সরকার, বিশিষ্ট সমাজসেবী মালিক প্রসাদ ও চুনিয়া মুর্মু সহ অন্যান্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন জানান, সমাজ সচেতনতার ক্ষেত্রে বড় হাতিয়ার নাটক। নাটকের মাধ্যমে সমাজে সব শ্রেণির মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। মালদা জোনের অধীনে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থাকলেও এদিনের প্রতিযোগিতায় অংশ নেয় মালদা জেলার বামনগোলা মারাং বুরু নাট্যচর্চাকেন্দ্র এবং দক্ষিণ দিনাজপুরের ইদ্রাকপুর আদিবাসী এভেন সাঁওতাল নাট্য সংস্থা। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করে দক্ষিণ দিনাজপুরের নাট্যদল। শিলিগুড়িতে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় এই দল অংশ নেবে।
আরও পড়ুন : অমানবিকতার নজির! ভাড়াটিয়ার দেহ বাড়িতে ঢুকতে দিল না মালিক