কলকাতা: ধানের গন্ধে খামারবাড়িতে ঢুকে এক কৃষককে পিষে মারল হাতি। রবিবার রাতে পুরুলিয়ার বলরামপুর বনাঞ্চলের বেড়ষা বিটের গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, টানা ১০ দিন নিখোঁজ ছিল হাতিটি। সোমবার সকালে অযোধ্যা পাহাড়তলির জঙ্গলে গা ঢাকা দেওয়া ওই দলছুট দাঁতাল ধানের গন্ধে একেবারে খামারবাড়িতে ঢুকে কৃষককে পা দিয়ে পিষে মারে। মৃত কৃষকের নাম অনিল বেসরা(৫২)। তাঁর বাড়ি বেড়ষা গ্রামেই। পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
রাতেই পুরুলিয়া বিভাগের এডিএফও অভিষেক চৌধুরী বলরামপুর বনাঞ্চলে যান। বলরামপুর রেঞ্জার সুবিনয় পান্ডাকে নিয়ে হুলা পার্টি সমেত দলছুট দাঁতালটিকে ঘন জঙ্গলে পাঠানো হয়েছে। রাতভর চলে এই ড্রাইভ। বলরামপুর বনাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হাতিটি বর্তমানে বেড়ষা পাহাড় চূড়ার জঙ্গলে রয়েছে। পুরুলিয়া বিভাগের এডিএফও দেবাশিস শর্মা বলেন, দলছুট দাঁতালগুলি যাতে লোকালয়ে না আসে, আমরা সেই ব্যবস্থা করছি। আসলে ধানের গন্ধেই লোকালয়ে চলে আসছে তারা।
আরও পড়ুনঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত সবজি খেত, মাথায় হাত কৃষকদের