মুম্বই: বিধ্বংসী অগ্নিকাণ্ড মুম্বইয়ে। শনিবার আগুন লেগে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে রয়েছে দমকল।
#UPDATE | Two persons got injured and have been shifted to the hospital. 5 ambulances present at the spot: Brihanmumbai Municipal Corporation pic.twitter.com/qloovBrLIg
— ANI (@ANI) January 22, 2022
#UPDATE | Two people have died in the fire incident that broke out in 20 storeys Kamala building near Mumbai’s Bhatia hospital in Tardeo: Brihanmumbai Municipal Corporation
— ANI (@ANI) January 22, 2022
এদিন সকালে গান্ধি হাসপাতালের উলটোদিকে ২০ তলা বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানান, বয়স্ক ছয়জনের অক্সিজেন সাপোর্ট সিস্টেমের প্রয়োজন ছিল। তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। সবাইকে উদ্ধার করা হয়েছে। এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুনঃ মুম্বইয়ে গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল