অভিরূপ দে, ময়নাগুড়ি: লকডাউনের সময় জাতীয় সড়ক দিয়ে যাওয়া পরিযায়ি শ্রমিকদের খাবার প্রদানের জন্য শুরু হয়েছে কমিউনিটি কিচেন। বুধবার কমিউনিটি কিচেন পরিদর্শনে যান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। সেখানে পরিযায়ী শ্রমিকদের খাবার বিতরণ করেন তিনি।
প্রসঙ্গত, প্রতিদিন কমিউনিটি কিচেন থেকে রান্না করা খাবারের প্যাকেট বহু পরিযায়ী শ্রমিককে বিতরণ করা হয়। এদিন সকালে গৌতম বাবু ময়নাগুড়ির ইন্দিরা মোড়ে যান। স্থানীয় যে যুবকরা দীর্ঘদিন এই কমিউনিটি কিচেন চালাচ্ছেন তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। পর্যটনমন্ত্রীর সঙ্গে ছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্ত অধিকারী, জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায়, ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সহ আরও অনেকে।
এদিনও কমিউনিটি কিচেনের ভুয়সী প্রশংসা করেন গৌতমবাবু। তিনি বলেন, ‘অতিথি দেবতার সমান। তাই তাঁদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সাধু কাজ।’