শ্রীনগর: কাশ্মীরে আইনশৃঙ্খলা ভঙ্গে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক সাংবাদিক। সাজাদ গুল নামে ওই সাংবাদিক উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিন এলাকার বাসিন্দা। প্রথমে সাজাদকে আটক করে সেনা। পরে জম্মু-কাশ্মীর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীর এনকাউন্টার: খতম ২ জঙ্গি, ধৃত ২
জানা গিয়েছে, চলতি বছরের ৩ জানুয়ারি শ্রীনগরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় জঙ্গি কমান্ডার সেলিম প্যারে। সেই ঘটনার পরে হাজিনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্যারের পরিবারের সদস্যদের বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সাজাদ। পুলিশের দাবি, সাজাদ সব সময়েই টুইটারে সরকার-বিরোধী প্রচার চালান। ছড়ান ভুয়ো খবরও। গত বছরে তাঁর গ্রামে দখলদারি উচ্ছেদ অভিযান চালায় রাজস্ব দপ্তর। সেসময়ও স্থানীয়দের সরকারের বিরোধিতা করতে ও সরকারি আধিকারিকদের বাধা দিতে তিনি উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও সরকার-বিরোধী খবর করলেই তাঁদের নিশানা করা হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিকদের একাংশ। পুলিশ সূত্রে খবর, সাজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকা, জাতীয় সংহতির বিরোধী বক্তব্য পেশ, জনমানসে আতঙ্ক তৈরির অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, নিহত ২
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial