ডিজিটাল ডেস্ক : আজ ত্রিপুরায় হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচন নিয়ে রয়েছে টানটান উত্তেজনা। ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এবং এই চারটি কেন্দ্রে শাসক দল বিজেপির বিরুদ্ধে আলাদাভাবে লড়াইয়ে নেমেছে তৃণমূল, বাম এবং কংগ্রেস। জানা গিয়েছে, উপনির্বাচনে প্রার্থী তালিকায় রয়েছে উল্লেখযোগ্যভাবে নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। উপনির্বাচনে তিনি টাউন বড় দোয়ালি আসন থেকে লড়ছেন। ২০১৮ বিজেপির আশিস সাহা ওই কেন্দ্রে জিতেছিলেন। কিন্তু তিনি ইস্তফা দিয়ে এবার কংগ্রেসের হয়ে লড়ছেন এই কেন্দ্রে। এই একই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন সংহিতা ভট্টাচার্য্য। অন্যদিকে আগরতলা কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়াইয়ে নেমেছেন সুদীপ রায় বর্মন। তাঁর বিপরীতে রয়েছে তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিংহ। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি, তৃণমূল, বামেদের পাশাপাশি উপজাতি দল তিপ্রা মথা লড়াই করছে। এবং তাঁদেরকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। অন্যদিকে সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যু হওয়ায় তাঁর কেন্দ্র যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন। কার্যত ত্রিপুরার এই উপনির্বাচনে জোরদার লড়াই হতে চলেছে সবকটি দলের মধ্যেই। সেক্ষেত্রে বাজিমাত কে করে, সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : শোভন-বৈশাখী এলেন নবান্নে, কী বলছেন রত্না চট্টোপাধ্যায়?