করণদিঘি: পরকীয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ছেলে। প্রেমিকের সাহায্যে ৭ বছরের সেই ছেলেকে খুন করল মা! হাড়হিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে করণদিঘিতে। ঘটনায় তিনজনকে আটক করেছে করণদিঘি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনদিন থেকে নিখোঁজ ছিল করণদিঘির গোবিন্দপুরের গোলাম সরবর (৭) নামে এক শিশু। শুক্রবার সন্ধ্যায় করণদিঘির মেলা মোড়ের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ওই শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরবরের বাবা এরশাদ আলি একজন পরিযায়ী শ্রমিক। তিনি মুম্বইয়ে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও হদিস না পেয়ে বৃহস্পতিবার করণদিঘি থানায় নিখোঁজ ডায়ারি করেন মামা সামাউন হক। ঘটনার তদন্তে নেমে গতকাল বিকেলে হরিণতোর গ্রামের যুবক মহম্মদ মেকাইলে (৩৫)-কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর শুক্রবার বিকেল তিনটেয় এরশাদের স্ত্রী শেলি খাতুন ও শ্যালিকা শেরিনা বিবিকে আটক করে জেরা করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এদিন সন্ধ্যায় করণদিঘির মেলার মোড়ের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে সরবরের দেহ উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, স্বামীর অনুপস্থিতে হরিণতোর গ্রামের যুবক মেকাইলের সঙ্গে শেলির সম্পর্ক গড়ে উঠেছিল। পরকীয়ার জেরে সরবর খুন হয়ে থাকতে পারে বলে অনুমান প্রতিবেশীদের অনেকেরই। সমস্ত দিক খতিয়ে দেখছে করণদিঘি থানার পুলিশ। যদিও তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে নারাজ আধিকারিকরা।
আরও পড়ুন : খুনের অভিযোগ! সিবিআইয়ের হাতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা