মাথাভাঙা: বিধানসভা ভোটের পরে শীতলকুচির নওদাবসে মানিক মৈত্র খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। শীতলকুচি পূর্ণগোবিন্দ সিংহ ও সাহের আলি মিয়াঁ নামে ওই দুই নেতাকে বাড়ি থেকে গোপালপুর ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হল দুই তৃণমূল নেতা সহ মোট ৭ তৃণমূল কংগ্রেস কর্মী। শুক্রবার তাদের মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেন। তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের আইনজীবী রবীন্দ্রনাথ বসুনিয়া জানান, মানিক মৈত্র খুনের মামলায় মোট ৭ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে সিবিআই। অভিযুক্তদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেন এসিজিএম। সিবিআই এর তরফে এদিন আদালতে ১ জন আইনজীবী হাজির ছিলেন। তবে অভিযুক্তদের জন্য মোট ৫২ জন আইনজীবী উপস্থিত ছিলেন। তৃণমূলের আইনজীবী জলিল আহমেদ জানান, সিবিআই বিজেপির দলদাসে পরিণত হয়েছে। অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিনা কারণেই সিবিআই তাদেরকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন : আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা হেমতাবাদে