ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে সব সময় বিজেপির বিরুদ্ধে যে নামটি সর্বাগ্রে আসে সেটি হল কংগ্রেস। তবে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস লড়াইয়ের ময়দানে অনেকটাই পিছিয়ে যাচ্ছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে কংগ্রেস শিবির কিন্তু তেমনটা মানতে নারাজ। আর কিছুদিন পরেই দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর তারই পরিপ্রেক্ষিতে এবার জোরদার দাবি করলেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে। সূত্রের খবর, মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে জানিয়েছেন- আসন্ন বিধানসভা নির্বাচনে গোয়া, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় আসবে। পাশাপাশি তিনি দাবি করেছেন, উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি নির্বাচনে জিতবে না। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ কার দখলে আসবে তা নিয়ে অবশ্য তিনি বিশেষ কোনো মতামত দেননি। তবে হেভিওয়েট এই কংগ্রেস নেতার দাবি কতটা বাস্তবায়িত হয়, এখন সে দিকেই থাকছে নজর।
আরও পড়ুন : জনমত সমীক্ষার বিরুদ্ধে সমাজবাদী পার্টি এবার কমিশনে