দিনহাটা: অ্যান্টি রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই মহকুমা হাসপাতালে। রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে হচ্ছে। যার জেরে সমস্যায় পড়েছেন বহু রোগী। ঘটনাটি কোচবিহার জেলার দিনহাটা মহকুমা হাসপাতালের। জানা গিয়েছে, সোমবার দিনহাটা মহকুমার সিতাই, বোয়ালমারী, ভেটাগুড়ি, গিতালদহ এলাকার কয়েকজন রোগী যাদের কুকুর, বিড়াল কামড়েছিল তাঁরা হাসপাতালে ভ্যাকসিন নিতে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত নার্স জানান, হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই। রোগীদেরকে বাইরে থেকে তা কিনে আনতে বলা হয়। এতে সমস্যায় পড়েন রোগীরা। কারণ, তাদের কাছে ভ্যাকসিন কেনার পর্যাপ্ত টাকা ছিল না। পরে একজন সহৃদয় ব্যক্তির সহযোগিতায় ৩৫৭ টাকা দিয়ে পাঁচজনের জন্য ভ্যাকসিন কিনে নিয়ে এসে তারপর রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়। এ ঘটনায় রোগীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই ভ্যাকসিনের জোগান শেষ হয়েছে। তাই এই বিপত্তি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার ডঃ রঞ্জিত মণ্ডল।
নেই বিদ্যুৎ সংযোগ, হলদিবাড়িতে বিক্ষোভে এলাকাবাসী
হলদিবাড়ি: ট্রান্সফর্মার বিকলের জেরে দীর্ঘ প্রায় ৪০ দিন ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। এতেই ক্ষুব্ধ হয়ে শনিবার...
Read more