রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে পড়ে রয়েছে পিপিই-র স্তূপ। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন রোগী ও তাঁদের পরিবার-পরিজনরা। এদিকে মেডিকেল কর্তৃপক্ষ ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করার আশ্বাস দিলেও এতদিনে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত এমার্জেন্সির সামনে পড়ে থাকছে পিপিই-র স্তূপ। আবর্জনার সঙ্গে মিশে ছড়িয়ে পড়ছে সর্বত্র। দিনের পর দিন একই অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। যদিও এই বিষয়ে সহকারী সুপার অভিক মাইতি জানান, কোভিডের ব্যবহৃত জিনিস ফেলার জন্য আলাদা ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুনঃ পুলিশের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট