চোপড়া: রুট পরিবর্তন করে বেসরকারি বাস চালানোর প্রতিবাদে সরব হলেন স্থানীয় গাড়ি চালকরা। বৃহস্পতিবার তাঁরা ঘিরনিগাঁওয়ের লালবাজার এলাকায় অবরোধ এবং বিক্ষোভ দেখান। পরে পুলিশি হস্তক্ষেপে আন্দোলন তুলে নেওয়া হয়। অভিযোগ আগে দাসপাড়া থেকে নারায়ণপুর ও চোপড়া হয়ে ইসলামপুর পর্যন্ত চলাচল করত বাসগুলি। সম্প্রতি দাসপাড়া থেকে লালবাজার হয়ে সদর চোপড়া রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতে বাসের চালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি প্রশাসনিক স্তরে জানিয়েও লাভ হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। জয়েন্ট প্রাইভেট বাস অ্যান্ড ট্রেকার ওনার অ্যাসোসিয়েশন ইসলামপুর – চোপড়ার সম্পাদক মহম্মদ সরফউদ্দিন বলেন, ‘সমস্যার কথা শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।‘
চোপড়ায় বোমা ফেটে জখম ৪ শিশু
চোপড়া: বোমা ফেটে জখম হল ৪ শিশু। শুক্রবার ঘটনাটি ঘটে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালগছ এলাকায়। স্থানীয় সূত্রে জানা...
Read more