ডিজিটাল ডেস্কঃ যেভাবে রাজ্য ও দেশ জুড়ে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, এই অবস্থায় সচেতন থাকা খুব দরকার। অধিকাংশ সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। আগের মতো আবার স্যানিটাইজার কেনা বেড়েছে, বাইরের কোনো জিনিস এলে ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে রাখা হচ্ছে । আপনারা হয়তো জানেননা বাইরের মতো ঘরের ভিতরেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে একাধিক জীবাণু লুকিয়ে আছে। দেখে নেওয়া যাক ঘরের কোথায় কোথায় জীবাণু বিরাজমান :
১. টয়লেট: ঘরের মধ্যে সব চেয়ে জীবাণুযুক্ত জায়গা হলো টয়লেট। অনেকের বেডরুমের সাথে টয়লেট সংযুক্ত থাকে, আর সেখান থেকেই সবচেয়ে বেশি জীবাণু ছড়ায়। বাইরে থেকে ঘুরে এসে আমরা সোজা টয়লেটে যাই। হাত, পা ধুয়ে তারপর অবশ্যই ভালো করে বাথরুম জল দিয়ে ধুয়ে স্যানিটাইজ করা উচিত ।
২. রান্নাঘরের সিঙ্ক : বাজার থেকে ফলমূল, শাক-সব্জি কিনে বাড়ি ফিরে প্রথমেই আমরা রান্নাঘরের সিঙ্কে ধুয়ে নিচ্ছি। কিন্তু তারপর আমাদের সিঙ্কটাকে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কারণ সব নোংরা গিয়ে জমছে আপনার সিঙ্কের গায়েই। সেটাও সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করে নেওয়া অত্যন্ত জরুরি।
৩. দরজার হাতল : সবচেয়ে বেশি রোগ ছড়ায় মানুষের হাত থেকে। দরজার হাতল যা সবাই ধরে, তাই নিয়মিত দরজার হাতল পরিষ্কার ও স্যানিটাইজ করা খুবই দরকার ।
৪. রিমোট, ল্যাপটপ: টিভি বা এসির রিমোট যা সবার সংস্পর্শে আসে। যার ফলে রিমোট থেকে খুব তাড়াতাড়ি জীবাণু ছড়াতে পারে। তাই রোজ রিমোটকে ভালো করে পরিষ্কার করে স্যানিটাইজ করা খুব দরকার।
৫. ফোন: ফোন এমন একটা জিনিস যা সবাই সবসময় ব্যবহার করে। তাই ফোন থেকে জীবাণু সবসময় বেশি ছড়াতে পারে। ফোন জীবাণুমুক্ত রাখতে ফোনকে নিয়মিত পরিষ্কার করা উচিত। শুধু বাইরে থেকে ঘুরে এসে স্যানিটাইজ করলেই চলবেনা, বাড়িতে থাকলেও স্যানিটাইজ করতে হবে।