নয়াদিল্লি: শীর্ষ আদালতেও এবার করোনার থাবা। সূত্রের খবর, গত ৯ দিনে করোনায় সংক্রামিত হয়েছেন ১০ জন বিচারপতি। এছাড়া আদালতের বেশ কিছু কর্মীও সংক্রামিত হয়েছেন। এতে স্বাভাবিকভাবেই দেশের সর্বোচ্চ আদালতের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়েছে। তবে স্বস্তির খবর, ২ জন বিচারপতি ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। করোনার জেরে বুধবার থেকে সুপ্রিম কোর্টের তিনটি বেঞ্চ বসছে না। একথা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে আদালত। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতে ৩২ জন বিচারপতি রয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন সংক্রামিত হয়েছেন।
মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: একদিকে উত্তরপ্রদেশে যোগী সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছে নব্য গঠিত মাদ্রাসাগুলি আর কোনও সরকারি সহায়তা পাবে না, তখনই...
Read more