ভুবনেশ্বর: ঝড়ের গতিতে বাড়ছে দেশের করোনা(CORONA) সংক্রমণ। ইতিমধ্যে এক লক্ষ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। আগামী ১০ জানুয়ারি থেকে মন্দির বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি, মন্দিরের সেবক সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ওডিশায়ও কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। তাই আর কোনওরমক ঝুঁকি নি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে এর আগেও নতুন বছরের প্রথম দিন মন্দির বন্ধ ছিল। পাশাপাশি ২৫ এবং ৩১ ডিসেম্বরও মন্দির বন্ধ রাখা হয়।
আরও পড়ুন : বছরের শেষে দিনেই বন্ধ হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial