ফালাকাটা: বোর্ড গঠনের দু’মাসের মাথায় রাজ্য থেকে অর্থ পেল ফালাকাটা পুরসভা। পুরসভার প্রাথমিক কাজ শুরুর জন্য ৮৫ লক্ষ টাকা ট্রেজারিতে পাঠিয়ে দিয়েছে পুর ও নগোরন্নয়ন দপ্তর। জেলায় ওই টাকা চলে এলেও তা খরচ করতে পারছে না পুরসভা। কোন খাতে, কিভাবে টাকা খরচ হবে তার ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট(ডিপিআর) বানাতে পারছে না তারা। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন কাজের এস্টিমেট যারা বানাবে সেই ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেই পুরসভায়। ফলে টাকা পেলেও এস্টিমেট বানানোর মতো লোক না থাকায় ওই টাকা খরচ করা যাচ্ছে না। ফলে পুরসভার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে রয়েছে। তাই ইঞ্জিনিয়ার চেয়ে এবার জেলাশাসক ও রাজ্যের দ্বারস্থ হল পুরসভা কর্তৃপক্ষ।
ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন, ‘আমরা পুরসভার প্রাথমিক কাজ শুরুর জন্য ৮৫ লক্ষ টাকা পেয়েছি। কিন্তু ওই টাকায় কী কী কিনব বা তৈরি করব তার এস্টিমেট বানানোর মতো লোক নেই আমাদের। তাই ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চেয়ে জেলাশাসক ও রাজ্যে এদিন চিঠি দিয়েছি। আমাদের আশা দ্রুত ইঞ্জিনিয়ার পেয়ে যাব।‘
ফালাকাটা পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ২৩ মার্চ ফালাকাটা পুরসভার বোর্ড গঠন হয়। তারপর থেকে এতদিন পুরসভার নিজস্ব অ্যাকাউন্টে কোনও অর্থ দেয়নি রাজ্য। সম্প্রতি আলিপুরদুয়ার ট্রেজারিতে অ্যাকাউন্ট খোলে পুরসভা। সেখানে ৮৫ লক্ষ টাকা জমা পড়ে। প্রাথমিকভাবে পুরসভার ভবনের সংস্কার, অফিস ঘরের জন্য চেয়ার, টেবিল, কম্পিউটার, ইন্টারনেট সহ ড্রেন পরিষ্কার, ড্রেন তৈরি সহ আরও কিছু কাজের কথা বলা হয়। তবে ইঞ্জিনিয়ার না থাকায় তা সম্ভব হয়নি।