fbpx

Find us on

সোনার খনিতে ধস, মৃত ৩০ শ্রমিক
আন্তর্জাতিক

কাবুল, ৬ জানুয়ারিঃ আফগানিস্তানের বাদাখাসন প্রদেশের কোহিস্তান জেলায় সোনার খনিতে ধস নেমে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জন শ্রমিকের। আহত হয়েছেন সাতজন। বাদাখাসন প্রদেশের গভর্নর মহম্মদ রুস্তম জানিয়েছেন, পাকিস্তান-তাজাখিস্তান এবং চীনের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের এই প্রদেশের বাসিন্দাদের মূল জীবিকায় সোনার খনির সঙ্গে জড়িত।

কোনও রকম আইনি অনুমতি ছাড়াই এখানে সোনা খননের কাজ চলে। গ্রামবাসীরা নিজেরাই নদী তটে ৬০ মিটার গভীর পর্যন্ত খনন করে ফেলেছিলেন। আচমকা মাটি ধসে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গভর্নরের মুখপাত্র নিক মহম্মদ নাজারি। শীতকালে প্রবল ঠাণ্ডা এবং তুষারপাতের কারণে প্রথম থেকেই এই এলাকা ধস প্রবণ হয়ে থাকে। এই পরস্থিতিতে উদ্ধারকাজ করাও বিপজ্জনক বলে জানিয়েছেন আধিকারিকরা।

সোনার খনিতে ধস, মৃত ৩০ শ্রমিক

Leave a Reply