Find us on

খেলার উত্তেজনা ভুলে ধোনির মেয়ের সঙ্গে খুনসুটি শাহরুখের
শিরোনাম
সিনেমা ও বিনোদন

চেন্নাই, ১১ এপ্রিলঃ ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন মানেই আইপিএল। আর নাইট রাইডার্সের খেলা মানেই ‘কিং খান’-এর উপস্থিতি। তাঁর মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের খেলা থাকলে স্টেডিয়ামে বসে টিমকে সাপোর্ট করেন কিং খান। নাইটদের প্রথম ম্যাচে ইডেনে দেখা গিয়েছিল তাঁকে। পরের ম্যাচে গতকাল চেন্নাইতেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলার অবকাশে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ধোনির মেয়ে জিভার সঙ্গে খেলায় মেতে উঠলেন কিং খান। জিভার সঙ্গে শাহরুখের সেই খুনসুটির ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

গতকাল চেন্নাইতে সিএসকে-র হলুদ রঙের জার্সি পরে বাবার দলকে সমর্থন করতে মায়ের সঙ্গে এসেছিল জিভা। ম্যাচের উত্তেজনা ভুলে ছোট্ট জিভার সঙ্গে খেলায় মাতলেন শাহরুখ।

জিভা বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। বাবা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে একাধিকবার তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে।

খেলার উত্তেজনা ভুলে ধোনির মেয়ের সঙ্গে খুনসুটি শাহরুখের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *