পুরাতন মালদা: করোনায় আক্রান্ত হয়েছেন মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রের চার চিকিৎসক। এই পরিস্থিতিতে চিকিৎসা করাতে এসে কার্যত পালিয়ে বাঁচছেন রোগীরা। চিকিৎসা পরিষেবা ঠিক রাখতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগেরও দাবি উঠেছে। পুরাতন মালদা এলাকায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। পুরাতন মালদা পুরসভার ২০টি ওয়ার্ডে সংক্রামিতের সংখ্যা প্রায় ১০০। মৌলপুর গ্রামীণ হাসপাতালের পাঁচ চিকিৎসকের মধ্যে চারজনই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ফার্মাসিস্ট থেকে একাধিক স্বাস্থ্যকর্মী। ফলে আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসা করাতে আসা রোগীদের মধ্যে।
এদিকে এই হাসপাতালে শুধু সাধারণ রোগীরাই নয়, ভিড় করছেন করোনা পরীক্ষা করাতে আসা লোকজনও। সব জেনে মঙ্গলবার চিকিৎসা করাতে এসে অনেকে ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগেরও দাবি উঠেছে।