চোপড়া: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা বালিবোঝাই ডাম্পারের। সোমবার সন্ধ্যায় চোপড়া বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছেন চালক। তাঁকে উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় চোপড়ায় ডাম্পারটি দুর্ঘটনার কবলে পড়ে। জাতীয় সড়ক ধরে ইসলামপুরের দিকে যাচ্ছিল সেটি। সেই সময় বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি কনটেনারের পেছনে ধাক্কা মারে। এরপর ফুটপাথে ঢুকে একটি চারচাকার গাড়িতেও ধাক্কা মারে ডাম্পারটি। সেটির চালক ভেতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় চালককে উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কালাগছ এলাকায় ডাম্পারটি এক বাইক আরোহীকে ধাক্কা মেরেছিল। এরপর দ্রুত পালাতে গিয়েই সম্ভবত দুর্ঘটনার কবলে পড়েছে। তদন্ত চলছে।