পুরাতন মালদা: শনি মন্দিরের ঘণ্টা চুরির অভিযোগে এক যুবককে বেঁধে রাখল স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুরাতন মালদা থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকার শনি মন্দিরে ঘণ্টা চুরির ঘটনা ঘটে। এরপরই অভিযুক্ত লব কর্মকারকে স্কুলপাড়া এলাকায় ধরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকাসক্ত একাংশ যুবকদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সকলেই। মাদকের নেশায় আসক্ত হয়ে কিছু যুবক এলাকায় চুরির ঘটনা ক্রমাগত ঘটিয়ে চলেছে। বাড়ির লোকেদের অলক্ষ্যে জিনিসপত্র চুরি করছে মাদকাসক্তের দল। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন