হেমতাবাদ: সোশ্যাল মিডিয়ায় কিশোরীকে সংগীতশিল্পী করার টোপ দিয়ে অপহরণ। ঘটনায় মধ্যপ্রদেশের নওগাঁও থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে হেমতাবাদের ভরতপুরের ওই কিশোরীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম পরেশ ভাই রাঠোর। বাড়ি গুজরাটের রাজকোট জেলার গন্দোল এলাকায়।
হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে, ফেসবুকে পরেশের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। গত ১০ জানুয়ারি রায়গঞ্জের বিন্দোল এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে অভিযুক্ত পরেশ। মেয়েটির খোঁজ না পেয়ে হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে ১৫ জানুয়ারি মধ্যপ্রদেশের নওগাঁও থানা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে তাকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।