
কুয়ালালামপুর, ১২ এপ্রিলঃ ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করলেন কিদাম্বি শ্রীকান্ত। কমনওয়েলথ গেমসের মাঝে ভারতের ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্তের মুকুটে নতুন পালক যুক্ত হল। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে এলেন তিনি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)-এর প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী ডেনমার্কের ভিক্টর অ্যালেক্সনকে সরিয়ে বিশ্বের এক নম্বর স্থানে উঠে এলেন তিনি। ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসাবে এক নম্বরের আসনে বসলেন তিনি। এর আগে ১৯৮০ সালে প্রকাশ পাডুকন এক নম্বর আসনে বসেছিলেন। শ্রীকান্তের তাঁর মোট পয়েন্ট ৭৬,৮৯৫।
Leave a Reply